বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে এনএস ব্রাদার্স, ৩১, ডগাইর পুরব পাড়া, সারুলিয়া, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে সি এম লাইসেন্স ব্যতীত ফরটিফাইড সয়াবিন তেল এবং ফরটিফাইড পাম অলিন উৎপাদন করতে দেখা যায়।
লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিএসটিআই গুণগত মান চিহ্ন ব্যবহারপূর্বক বাধ্যতামূলক পণ্য বিক্রি, বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারা অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। পরিচালিত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই।


বিজ্ঞাপন