নিষিদ্ধ জঙ্গী সংগঠনের ১ সক্রিয় সদস্য গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই দৃঢ় অবস্থানে আছে এলিট ফোর্স র‌্যাব। র‌্যাবের তৎপরতার কারণে সারাদেশে বোমা বিস্ফোরণসহ বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টিকারী জঙ্গী সংগঠন সমূহের শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা কর্মীদেরকে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জঙ্গী দমনে বাংলাদেশের সফলতা আন্তর্জাতিক পরিমন্ডলে বেশ প্রশংসিত।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি আভিযানিক দল গত ১৮-০৬-২০২১ খ্রিঃ তারিখ ১৯:৫৫ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোডে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সদস্য ১। মেহরাজ হোসেন সৌরভ (১৯), জেলা-ভোলা’কে উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মেহেরাজ হোসেন রাজধানীর একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে আখ্যায়িত করে লেখাপড়া ত্যাগ করে। এছাড়াও সে দ্রæতই হিজরত করার পরিকল্পনাও করে আসছিলো। বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে কাজ চালিয়ে আসছিলো সে। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট হতে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সাথে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।