এমন “শিক্ষিত জাতি” নিয়ে আমরা কি করবো? : পরীমনি

বিনোদন

 

বিনোদন প্রতিবেদক : পরী মণি বললেন, “আমার জ্বর। অনেক বছর ধরেই শ্বাসকষ্টের সমস্যাও আছে।” কেউ কেউ বাড়িয়ে নিউজ করা শুরু করলো। কেউ কেউ তো পরীকে করোনা রোগীও বানিয়ে দিচ্ছিল।


বিজ্ঞাপন

অতি উৎসাহী জনতা আর সাংবাদিকদের থামানোর জন্য পরীমণি ফেসবুকে সত্যটা জানালেন, লিখলেন, “পিরিয়ড হইছে, সাথে জ্বরও।”

অনেক উচ্চ শিক্ষিত লোকজনও ফেসবুকে পিরিয়ড নিয়ে পরীমণির এই বলাটা স্বাভাবিকভাবে নিতে পারে নাই। ভুল তথ্যের নিউজ নিতে পারলো, কিন্তু পরীর সত্য বলাটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলো না।

ভাই-বোনেরা পিরিয়ড মেয়েদের একটা স্বাভাবিক ঘটনা।
মানবজাতির জন্মের সাথে এই পিরিয়ড ব্যাপারটার সম্পর্ক আছে। উলটাপালটা নিউজ থামাতে পরি মনির পিরিয়ডের কথা বলছে। একটা সাধারণ সত্য গ্রহণ করতে পারেন না।

কিন্তু উলটাপালটা মিথ্যা সংবাদ বিশ্বাস করতে পারেন। এমন শিক্ষিত জাতি লইয়্যা আমরা কি করিবো?

পিরিয়ড হইলে আর লজ্জা নয়, মুখ ফুটে বলতে হবে। আপনার সন্তানকে বয়সন্ধিকাল সম্পর্কে ধারণা দিন।

সরকার পাঠ্যসূচিতেও পিরিয়ড, বয়সন্ধিকালের বিষয় অন্তর্ভুক্ত করেছে। পিরিয়ডের কথা বলতে না পারার জন্য কত রকম সমস্যায় পড়তে হয় মেয়েদের। সেটা শুধু মেয়েরাই জানে। বয়সন্ধিকালে ছেলেদেরও শুধু না জানার কারণে নানা সমস্যায় পড়তে হয়।

একটা ট্যাবু ভাঙার জন্য পিরিয়ড নিয়ে পরীর এই সাহসী উচ্চারণ ভূমিকা রাখবে। পরীমণিকে ধন্যবাদ।