পাবনায় চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : পাবনায় চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি মো. সোহান মন্ডল (২৮) কে বৃহস্পতিবার ১ জুলাই, ভোর রাত্রিতে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সিআইডি পাবনা জেলার চৌকস একটি টিম গ্ৰেপ্ততার করেছে।


বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সোহান মন্ডল পাবনা সদর থানার ভজেন্দ্রপুর গ্রামের মো. ঈমান আলী মন্ডলের ছেলে। সে এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী।

এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে খুন ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা আছে।

ভজেন্দ্রপুর গ্রামের জামে মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগকে কেন্দ্র করে ২০ মার্চ ২০২০ সালে দূপুর ২ জুম্মার নামাজের পর ভিকটিম ইয়াছিন এর বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে গ্রেফতারকৃত আসামি সোহান তার দলবল নিয়ে ইয়াছিন আলীর উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।

আসামী সোহান চাইনিজ কুড়াল দিয়া ইয়াছিনের মাথার মাঝখানে আঘাত করলে ভিকটিম ইয়াছিন মাটিতে লুটিয়ে পড়ে।

রক্তাক্ত গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মৃত্যুবরণ করেন।

২০২০ সালের জুন মাসের ০৯ তারিখে সিআইডি, পাবনা মামলাটি অধিগ্রহণ করে। সিআইডি পাবনা জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার প্রধান আসামি সোহান মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়।