আজকের দেশ রিপোর্ট : হাত ধোয়ার জন্য পরিষ্কার পানি, সাবান সহ পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে।
দরজার হাতল, ডেস্ক, কীবোর্ড ইত্যাদি আসবাবপত্র ও যেসব জায়গা নিয়মিত সংস্পর্শে আসে তা প্রতিদিন পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
বিভিন্ন কমন স্পেস যেমন, সিঁড়ি, লিফট, ক্যান্টিন বা ডাইনিং রুম, মিটিং রুম ঘন ঘন পরিষ্কার করতে হবে।
অতিরিক্ত ঢাকনাযুক্ত ময়লার পাত্র সরবরাহ করতে হবে।
পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিশ্চিত করতে হবে।
ক্লিনারদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সরবরাহ ও তা যথাযথ অপসারণ এবং ভাইরাস ধ্বংসে কার্যকরী ক্লিনিং এজেন্ট ব্যবহার করতে হবে।