২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিভিন্ন ধরনের ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন আবেদন শুনানি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ২২ আগস্ট থেকে জামিন আবেদন গ্রহণ ও শুনানি করা হবে।


বিজ্ঞাপন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন আবেদনের শুনানি করা হবে। জামিন শুনানির দিন ও সময় নির্ধারণ করবেন সংশ্লিষ্ট আদালত।