মামুন মোল্লা, খুলনা : গতকাল বুধবার ১৮ আগস্ট, বিকাল সাড়ে ৫ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক উক্ত থানাধীন জিরোপয়েন্ট হতে রুপসা ব্রীজ গামী মহাসড়কের জিরোপয়েন্ট মোড়স্থ রূপসী বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ রেজাউল বিশ্বাস(৩০), পিতা-মোঃ হযরত আলী বিশ্বাস, সাং-বেগমপুর কড়িয়াখালী সর্দার পাড়া, থানা-কেশবপুর, জেলা-যশোর, এ/পি সাং-থুকড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা’কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীর নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
