নীলফামারী পুলিশের আইনি সহযোগিতা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বউয়ের নির্যাতনের শিকার স্বামীর পরিবারের লোকজন ডোমার থানা,নীলফামারী পুলিশের আইনি সহযোগিতা প্রদান।


বিজ্ঞাপন

(ছদ্মনাম) মোঃ কালাম আহমেদ (২৭), গ্রামঃ নয়ানি বাগডোকরা,থানাঃ ডোমার,জেলাঃ নীলফামারী।
উক্ত ব্যক্তি গত (০৮ আগস্ট/২০২১) তারিখ দুপুর ০২ঃ৩০ ঘটিকায়, ডোমার থানায় এসে লিখিত ভাবে অভিযোগ করেন যে,প্রায় ২ বছর পূর্বে (ছদ্মনাম) মোছাঃ মরিয়ম বেগম (২২),গ্রামঃ আজিজার মিয়ার হাট (জোড়াবাড়ী),থানাঃ ডোমার,জেলাঃ নীলফামারী এর সহিত পারিবারিক ভাবে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়।


বিজ্ঞাপন

বিয়ের পর কিছুদিন সুখে শান্তিতে ঘর সংসার করিতে থাকেন তারা। কিন্তু নানা কারণে তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো।


বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাতঃ

তার স্ত্রী নিজের পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদ করে স্বামী (ছদ্মনাম) মোঃ কালাম আহমেদ এর অনুমতি ব্যতীত কাউকে কোনো কিছু না বলে স্বামীর বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে তার স্ত্রীর সন্ধান পূর্বক নিজেরাই উক্ত ঘটনার সমাধান করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে সংসার করতে থাকে ।

গত (০৩ আগস্ট/২০২১) তারিখ সকাল ০৯ঃ৩০ ঘটিকায় পুনরায় আবার তার স্ত্রী তার নিজের পরিবারের লোকজনের শহীদ ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। ঝগড়া-বিবাদ করিতে নিষেধ করলে তার স্ত্রী উত্তেজিত হয়ে (ছদ্মনাম) মোঃ কালাম আহমেদ এর মাকে শারীরিকভাবে নির্যাতন করে।

এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্তব্যরত নারী অফিসার মনোযোগ সহকারে শোনেন। এবং অফিসার ইনচার্জ, ডোমার থানা, নীলফামারী’কে অবহিত করেন।

অফিসার ইনচার্জ, তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

বিষয়টি ডোমার থানা,নীলফামারী পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের মধ্যে চলা পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে পুলিশ।