মুনসীগঞ্জ জেলা পুলিশ আয়োজিত নাটক “অভিসপ্ত আগস্ট” মঞ্চায়িত

বিনোদন

নিজস্ব প্রতিনিধি : গতকাল শনিবার ২১ আগস্ট মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে “অভিশপ্ত আগস্ট” নাটকটি জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মঞ্চায়িত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা প্রশাসক, কাজী নাহিদ রসুল। মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুনাক সভানেত্রী নুসরাত লায়লা। পুলিশ সুপার(পি.বি.আই) মোঃ আনোয়ারুল হক। অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) সুমন দেব। অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ মিনহাজ-উল-ইসলাম। সহকারী পুলিশ সুপার(ট্রাফিক) রাসেল মনির। মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেদ আহসান। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান। ডিআইও(১), এ.কে.এম. মিজানুর রহমান, ডিএসবি, মুন্সীগঞ্জ।

অফিসার ইনচার্জ, ডিবি, মোঃ আবুল কালাম আজাদ, পিপিএম।সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার নানা শ্রেণী-পেশার মানুষ ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, আব্দুল মোমেন পিপিএম, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সঙ্গে নিহত সকল শহীদদের আত্ত্বার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান শেষ করেন।