নিজস্ব প্রতিবেদক : আজকের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর, জন্মগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।
একইসঙ্গে তিনি দেশের চারবারের প্রধানমন্ত্রী ও বর্তমান ক্ষমতাসীন সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি। আজ তার ৭৫ তম জন্মদিন।
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর উপস্থিতিতে বরিশাল কেন্দ্রীয় পুলিশ লাইন্’স জামে মসজিদে বাদ জোহর মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।