মাগুরায় পুরস্কার বিতরণ করলেন এমপি শিখর

সারাদেশ

মাগুরা প্রতিনিধি : বৃহস্পতিবার ১৪ অক্টোবর সন্ধ্যায় মাগুরা জেলায় এবার শারদীয় দুর্গা পুজো উপলক্ষে জেলার সেরা প্রতিমা, সেরা মঞ্চ এবং কোভিড সুরক্ষা পালনে সেরা আয়োজনে “নারায়ণী নমস্তুতে ডিএনএ এ্যাওয়ার্ড, দিল্লী” পুরস্কার প্রদান করেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী পংকজ কুন্ডু।


বিজ্ঞাপন

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জামরুলতলা সার্বজনীন পূজা মন্দির, মাগুরা।
১) সেরা প্রতিমা বাজার রাধানগর সার্বজনীন পূজা মন্দির, মহাম্মদপুর, মাগুরা।
২) সেরা মঞ্চ বাদল গোসাই দূর্গা মন্দির, শ্রীপুর, মাগুরা।
৩) কোভিড সুরক্ষা পালনে সেরা ধনেশ্বরগাতী বাজার সার্বজনীন মন্দির, শালিখা, মাগুরা।
৪) সেরার সেরা, জামরুলতলা সার্বজনীন পূজা মন্দির, মাগুরা।


বিজ্ঞাপন

এসময় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বিজয়ীদের প্রত্যেকে ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন।

উল্লেখ, Dream Nurturist´s Avenue (DNA), Delhi কতৃক প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের ৬টি দেশে ( ভারত, বাংলাদেশ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়া) শারদীয় দুর্গা পুজোয় ৪টি ক্যাটাগরিতে “নারায়ণী নমস্তুতে ডিএনএ এ্যাওয়ার্ড” প্রদান করছে ।

ক্যাটাগরিগুলো যযথাক্রমে উল্লেখ করা হলো,
১) সেরা প্রতিমা,
২) সেরা সাজসজ্জা
৩) কোভিড সুরক্ষা পালনে সেরা এবং
৪) সেরার সেরা
এবার বাংলাদেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় এই Award প্রদান করা হচ্ছে ।

খুলনা বিভাগের ৩টি জেলায় ( নড়াইল, মাগুরা ও যশোর) উক্ত Award প্রদানের জন্য মনোনীত করা হয়েছিল।