নড়াইলে অবসরপ্রাপ্ত ২ পুলিশ সদস্যকে সম্মানজনক বিদায়

অপরাধ

মো. রফিকুল ইসলাম : নড়াইল জেলা থেকে পিআরএলে (অবসর) গমনকারী ২ (দুই) পুলিশ সদস্যকে সুসজ্জিত সরকারি গাড়িতে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন পুলিশ সুপার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

রবিবার ৩১ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল পুলিশ লাইন্স থেকে পিআরএলে (অবসর) গমনকারী পুলিশ পরিদর্শক (আর আই) আনোয়ার হোসেন ও কনস্টেবল -১১২ মোঃ আনোয়ার হোসেন দ্বয়কে আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত সরকারি গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল।

বিদায়ী মুহূর্তে উক্ত পুলিশ পরিদর্শক এবং কনস্টবল আবেগে আপ্লুত হয়ে জানান, বাংলাদেশ পুলিশে চাকরি জীবন অতিবাহিত করে আজ এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং এমন আয়োজনের জন্য পুলিশ সুপার সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস, এম, কামরুজ্জামান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্য বৃন্দ।