এলিট লাইফস্টাইলকে ৫০ হাজার টাকা জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসান-এর নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় গতকাল রবিবার ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোট পরিচালনা কালে বিএসটিআই হতে ‘কাপড়ে রং-এর স্থায়িত্বের’ অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিভিন্ন পণ্য অবৈধভাবে বিক্রয় ও বাজারজাত করার অপরাধে এলিট লাইফস্টাইল লিঃ (ব্র্যান্ড, এলিট), ১২৬ এলিফ্যান্ট রোড, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল)।