নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায় দুদিন ব্যাপি সরকারি সফরের অংশ হিসেবে শুক্রবার ৫ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গোপালগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত নতুন বড়বাজার পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ এবং মূল্য পর্যবেক্ষণ করেন।
এছাড়াও তিনি ভোক্তা স্বার্থ সুরক্ষায় বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ী ও ক্যাব নেতৃবৃন্দ এবং ক্রেতা/ভোক্তার করনীয় সম্পর্কে মতবিনিময় করেন।
মহাপরিচালক কতৃক বাজার পরিদর্শন ও মতবিনিময়কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক, গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, ক্যাব এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সমগ্র বিষয়টি সমন্বয় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক শামীম আহম্মেদ।