শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টটেশন কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ

মোস্তাফিজুর রহমান : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের (৫মপর্ব) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন পেশাজীবী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ ওরিয়েন্টটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা আ.লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সাহেদুর রহমান সাহেদ বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহনা টিভি সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এ এইচ এহসান উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন জেলা তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম ।


বিজ্ঞাপন