সরিষাবাড়ীতে বিষ মুক্ত সবজি চাষ পরিদর্শন

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে সাতপোয়া ও বলারদিয়ার এলাকায় বৃহস্পতিবার আইপিএম মডেল ইউনিয়নের অধীনে বিষমুক্ত সবজি চাষ পদ্ধতি পরিদর্শন করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন।পরিদর্শন কালে তিনি বলেন,কৃষিবান্ধব বর্তমান সরকারের আমলে ইতোমধ্যেই দানাদার শস্য ও খাদ্য শস্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ । সরকারের চ্যালেঞ্জ হল পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাদ্য সরবরাহ করা। পুষ্টি ও নিরাপদ খাদ্য সরবরাহের জন্য আইপিএম মডেল ইউনিয়ন পদ্ধতিতে সবজি চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে কৃষক লাভবান হবে। এ সময় জামালপুর জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল আজম খান,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, সরিষাবাড়ী উপজেলায় এ বছর আইপিএম মডেল ইউনিয়নের অধীনে ২০ টি গ্রুপে ১০০ একর জমিতে ৫০০ কৃষক এ জৈব কৃষি ও জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করছে।


বিজ্ঞাপন