গাজীপুর প্রতিনিধি ঃ গত শনিবার ৮ জানুয়ারি, রাতে টঙ্গী পশ্চিম থানার অভিযানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাজার বস্তি সংলগ্ন সড়ক ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য মো: রবি (২৪), মোঃ হাবিবুর রহমান (৪৮) এবং মোঃ ফরিদ(২৪) দেরকে গ্রেফতার করা হয়।

ডাকাত দলের সদস্যদের নিকট থেকে তিনটি মোবাইল সেট সহ সুইচগিয়ার, রামদা এবং ধারালো চাকু উদ্ধার করা হয়।

ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার কৃত ডাকাত দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।