পিবিআই যশোর এর কাছে তদবির করে আসামী ছাড়িয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

Uncategorized অপরাধ

সুমন হোসেন ঃ পিবিআই যশোর এর কাছে তদবির করে আসামী ছাড়িয়ে নিবে এই আশ্বাসে অর্থ আত্মসাৎকারী প্রতারককে গ্রেফতার করেছে পিবিআই যশোর ইউনিট। গত ১০ এপ্রিল, যশোর জেলার কোতয়ালী থানায় মামলা হলে (মামলা নং-৪৭), এজাহার নামীয় আসামী মোঃ সরোয়ার হোসেন, পিতা- মোঃ হারেজ আলী, সাং- হামিদপুর, থানা- কোতয়ালী, জেলা যশোরকে গত ১০ এপ্রিল, বিকাল সাড়ে ৩ তার নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করে পিবিআই । গ্রেফতারকৃত আসামী সরোয়ার যশোর জেলার কোতয়ালী থানাধীন হামিদপুর গ্রামস্থ মোঃ হারেজ আলীর পুত্র। গত ৯ ফেব্রুয়ারি, যশোর জেলার কোতয়ালী থানাধীন হামিদপুর গ্রামস্থ মোঃ আনোয়ার হোসেন এর ছেলে শাহারিয়ার আজম @ আকাশ (২১) এর নামে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৬, তারিখ-০৯/০২/২০২২, ধারা- ৪২০/৪০৬ পেনাল কোড তৎসহ ডিজিটিাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ (২), ২৪(২), ২৫(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়। উক্ত মামলাটির তদন্তভার পিবিআই, যশোর জেলার উপর ন্যস্ত হলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা গত ৯ ফেব্রুয়ারি, উক্ত মামলার এজাহার নামীয় আসামী শাহরিয়ার আজম ওরফে আকাশকে গ্রেফতার করে পিবিআই যশোর জেলা অফিসে নিয়ে আসে। তখন একই এলাকার মোঃ হারেজ আলীর ছেলে মোঃ সরোয়ার হোসেন পিবিআই, যশোর জেলা কর্তৃক গ্রেফতারকৃত আসামী শাহরিয়ার আজম আকাশ এর বসত বাড়ীতে গিয়ে তার পিতা মোঃ আনোয়ার হোসেন বলে যে, “পিবিআই অফিসে তার (সরোয়ারের) ভালো যোগাযোগ আছে এবং সে আকাশকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারবে। এজন্য ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা দিলে সে (সরোয়ার) তার ছেলেকে পিবিআই যশোর এর নিকট থেকে ছাড়িয়ে দিতে পারবে। টাকা না দিলে পিবিআই অফিস তার ছেলেকে রিমান্ডে এনে মারপিট করবে এবং একাধিক মামলায় চালান দিবে বলে ভয় ভীতি দেখায়। তখন গ্রেফতারকৃত আসামী আকাশ এর পিতা মোঃ আনোয়ার হোসেন তার (সরোয়ারের) কথায় ভীত সন্ত্রস্ত হয়ে ছেলেকে পিবিআই যশোর এর নিকট থেকে ছাড়িয়ে নেয়ার জন্য গত ৯ ফেব্রুয়ারি, রাত্রি অনুমান সাড়ে ৮ টার সময় মোঃ সরোয়ার হোসেনকে নগদ ১,৩৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা প্রদান করেন। কিন্তু পিবিআই অফিস শাহরিয়ার আজমকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করলে তার পিতা আনোয়ার হোসেন বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন এবং নিজে নিজে টাকা উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু টাকা উদ্ধার করতে না পেরে গত ১০ এপ্রিল পিবিআই যশোর জেলা অফিসে হাজির হয়ে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার পিবিআই যশোর বরাবর লিখত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার, পিবিআই, যশোর জেলা মহোদয় অভিযোগে উল্লেখিত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই, যশোরে কর্মরত এসআই (নিঃ) ডিএম নুর জামাল হোসেন নির্দেশ প্রদান করলে পিবিআই যশোর জেলার সাধারণ ডাইরী নং-১২৪, তারিখ-১০ এপ্রিল, এসআই (নিঃ) ডিএম নুর জামাল হোসেন ফৌজদারী কার্যবিধি ৫৪ (১) ধারা মোতাবেক আসামীকে তার নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সরোয়ারের দেওয়ার স্বীকারোক্তি মোতাবেক প্রতারণার মাধ্যমে পূর্বে গ্রেফতারকৃত আসামী আকাশ এর পিতা মোঃ আনোয়ার হোসেনের কাছ থেকে নেওয়া ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় পিবিআই যশোর জেলায় কর্মরত এসআই (নিঃ) ডিএম নুর জামাল হোসেন বাদী হয়ে অভিযুক্ত সরোয়ারের বিরোদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৭, তারিখ-১০/০৪/২০২২ইং, ধারা-৩৮৪/৩৮৫/৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সরোয়ার হোসেন (৩১) কে আদালতে সোপর্দ করা হলে সে বিজ্ঞ আদালতে ঘটনার সহিত জড়িত মর্মে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।


বিজ্ঞাপন