ভোক্তা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালিত

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১৬ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক লৌহজং উপজেলায় মালির অংক এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

মদিনা সুইটমিটে অভিযান কালে দেখা যায় যে, রাস্তার পাশে উন্মুক্ত ভাবে জিলাপি ভাজা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে উন্মুক্ত ভাবে রাস্তার পাশে বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। দোকান টিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।

চানু আইসক্রিমের কারখানায় অভিযান কালে দেখা যায় যে, কোন প্রকার লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন যাবত আইসক্রিম মাঠা ঘি উতপাদন ও বাজারজাত করছেন। খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, এম আর পি উল্লেখ করা হচ্ছে না। প্রতিষ্ঠান টিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।লৌহজ থানা পুলিশ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন