নিজস্ব প্রতিবেদক ঃ জনগনের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তার শতভাগ নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকল্পে রাজধানীর বেইলি রোড,কাকরাইল, মতিঝিল ও দিলকুশা এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার এম ইমরান হোসেন মোল্লা ও মোঃ আমিনুল ইসলামের উপস্থিতিতে মনিটরিং টিম এসময় কেএফসি,পিজ্জা হাট,ঘরোয়া রেস্তোরাঁ, কিন্নোরি রেস্টুরেন্ট, সুগন্ধা রেস্টুরেন্ট সহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ভ্রাম্যমাণ ইফতার প্রস্তুতকারক হোটেল পরিদর্শন করেন।পরিদর্শনকালে,জনসাস্থ্যের জন্য অনিরাপদ খাদ্যপন্য ও ইফতার সামগ্রী ধ্বংস করা হয়।
মনিটরিং টিম খাদ্যস্থাপনা কর্তৃপক্ষকে জনসচেতনতামূলক পোস্টার, লিফলেট প্রদানসহ বিভিন্ন মৌখিক নির্দেশনা প্রদান করেন।