নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ২০ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ পৌরসভার সদর রোড এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
ড্রিম টাচ, সময় কসমেটিকস ও কালার ম্যাচিং কসমেটিক্সের দোকানে মনিটরিং কালে দেখা যায় যে,
বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিম বিক্রি করা হচ্ছে, এম আর পি বিহীন কসমেটিকস ও ওষুধ বিক্রি করা হচ্ছে।
ড্রিম টাচ ও সময় কসমেটিকসকে ২০০০ টাকা করে জরিমানা করা হয় এবং কালার ম্যাচিং কসমেটিক্সকে ৩০০০ টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হবার জন্য নির্দেশনা দেয়া হয়।
সুপার মার্কেট এলাকায় আলমদিনা ভ্যারাইটিজ স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এম আর পি বিহীন খাদ্য পন্য ও কসমেটিকস বিক্রি করা হচ্ছে। দোকানটিকে ৬০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।