বিএসটিআই কর্তৃক রাজধানীর খিলগাঁও এর ভোলেন্টস রবস কে জরিমানা ও অপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ২১ এপ্রিল খিলগাঁও থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বিএসটিআই এর আইন অনুসারে ১ টি প্রতিষ্ঠান এর বিরুদ্ধে মামলা ও ১ টি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।
জানা গেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত শার্ট, পাঞ্জাবি ইত্যাদি পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত ভোলেন্টস রব’স (প্রাঃ) লিঃ, ৭৯/বি, তালতলা, খিলগাঁও, ঢাকা, ব্র্যান্ড, (VOLANTES) কে ৫০,০০০ ( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা-এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন।