নড়াইলে যথাজগ্য মর্যদায় পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

Uncategorized আন্তর্জাতিক

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
বিনা খরচে নিন আইনি সহয়তা,শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”এ প্রতিপাদ্য কে নিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকালে জেলা আইনগত সহায়তা কমিটির আয়োজনে জেলা জজ কোর্ট চত্তর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার সঞ্চালনায় জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ মোঃ আলমাচ হোসেন মৃধার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মোঃ মাহরুফ হোসাইন,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ কেরামত আলি,জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার),সিভিল সার্জন নাছিমা আকতার,জেলা আওয়ামী-লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ,উকিল বারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ওমর ফারুক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী প্রমুখ।এসময় বক্তা’রা বলেন,জাতীয় আইনগত সহায়তা কমিটি জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে আছে,যে কারনে অনেকে না জেনে আইনী পরামর্শ পেত না তারাও আজ বিনা খরচে আইনি সহায়তা পাচ্ছে বলেও জানান।আইনী সহায়তা পেতে আইনী সহায়তা কেন্দ্রে এসে আইনী সহায়তা নিতে আহব্বান জানান।