বাংলাদেশে চীনের ঋনের ফাদ আছে তা কে বলেছে? -লি জিমিং

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক প্রতিবেদক ঃ বাংলাদেশের সাথে শ্রীলংকার তুলনা করা এবং বাংলাদেশে চীনের লোন নিয়ে মিথ্যাচার করায় পশ্চিমাদের এবং মিডিয়ার উপর লি জিমিং কে এবার বেশ ক্ষীপ্তই দেখা গেল।
আজ উদ্ভত পরিস্থিতিতে লি জিমিং প্রশ্ন করেন,বাংলাদেশে চীনের ডেবট ট্রাপ আছে এ কথাটুকুর মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে?এর মানে কি চীনের ফান্ডিং করা মানেই ডেবট ট্রাপ। এ সময় তিনি এও জানান,বাংলাদেশ চীনের ছেলেখেলার জায়গা না।বাংলাদেশে তাদের এমন কোন উদ্দেশ্য নেই,এবং ছিল ও না।
অন্যদিকে,বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক নষ্ট করতে একটি মহল বারবার চীন-বাংলাদেশ এবং শ্রীলংকাকে মিলিয়ে দেখছে বলেও মনে করে চীনা কনস্যুলেট। চীনের তরফ থেকে বলা হয়,বাংলাদেশ ও চীন একে অন্যের সাথে লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে কাজ করে,এ লোনগুলো বাংলাদেশের স্বার্থে দেয়া হয় কেননা অন্য দেশগুলো মুখে বললেও কাজের বেলায় যে পরিমাণ বিনিয়োগ করে তা প্রয়োজনের তুলনায় নগন্য।
বাংলাদেশ আরো প্রকল্পে চীনকে পাশে পাবে বলেও বিশ্বাস করে ঢাকাস্থ চীনা কনস্যুলেট।
দুই দেশের সম্পর্ক সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে বলেও বিশ্বাস করে বাংলাদেশ এবং চীন।।
উল্লেখ্য,এ বছরেও এনার্জি সহ বেশ কিছু খাতে চীনা বড় ধরনের বিনিয়োগ আসছে।


বিজ্ঞাপন