ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে হাজার হাজার রোহিঙ্গা

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক প্রতিবেদক ঃ মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ভারতে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু করেছে।
এরইমধ্যে ভারত থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই পরিবারের ১১ সদস্যকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ভারতের বিভিন্ন রাজ্য থেকে হঠাৎ রোহিঙ্গারা এসে কলকাতায় জড়ো হচ্ছেন।

সেখান থেকে ভারতীয় দালালেরা রোহিঙ্গাদের পৌঁছে দেয় সিলেট-মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের কাছে। পরে বাংলাদেশী দালালদের সহায়তায় পাঁচ থেকে ছয়জনের দলে বিভক্ত হয়ে রোহিঙ্গাদের কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞলে পৌছে যাচ্ছে ।ভারতে থেকে আরও অন্তত ৩ হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টায় আছেন।

গত ২০-২৫ দিনে ভারত থেকে পালিয়ে উখিয়া ও টেকনাফে অন্তত ৮০০ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এর মধ্যে প্রায় ৬০০ জনকে একটি ট্রানজিট কেন্দ্রে রাখা হয়েছে।

এর বাইরেও প্রায় ৫০০ রোহিঙ্গা বিভিন্ন কক্সবাজার ও চট্টগ্রাম শহরের বিভিন্ন পাহাড়ে রোহিঙ্গাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।


বিজ্ঞাপন