দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের দক্ষতা ও কাজের মান বৃদ্ধির লক্ষ্যে নানামুখী প্রশিক্ষণের আয়োজন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের দক্ষতা ও কাজের মান বৃদ্ধির লক্ষ্যে নানামুখী প্রশিক্ষণের আয়োজন করেছে কমিশন। কমিশনের প্রশিক্ষণ শাখার সার্বিক ব্যবস্থাপনায় দেশে ও বিদেশে বিষয় ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।

প্রথমবারের মত কমিশনার (অনুসন্ধান) এর নেতৃত্বে কমিশনের মহাপরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, উপ-সহকারী পরিচালক পর্যায়ের ২০ জন কর্মকর্তার সমন্বয়ে ১ম ব্যাচ ১০ মে হতে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT)-তে “Effective Anti-Corruption Policy Strategy and Practice” বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহন করার জন্য বর্তমানে ব্যাংকক অবস্থান করছেন। অনুরূপভাবে AIT-তে ২০ জন কর্মকর্তার সমন্বয়ে ২য় ব্যাচ আগামী ২৩ মে এবং ৩য় ব্যাচ ৩ জুন হতে ১০ দিন ব্যাপী প্রশিক্ষনে অংশগ্রহন করবে।

এরই ধারাবাহিকতায় এ বছরের জুলাই ও আগষ্ট মাসে পর্যায়ক্রমে ৪র্থ ও ৫ম ব্যাচ প্রশিক্ষনে অংশগ্রহন করবে।

আধুনিক ডিজিটাল পদ্ধতিতে সংঘঠিত দুর্নীতি উদঘাটনের নিমিত্ত কমিশনের একটি দক্ষ টিম প্রস্তুতের লক্ষ্যে বিশ্বের প্রখ্যাত ইনস্টিটিউট এ প্রশিক্ষন কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে প্রথমবারের মত কমিশনের ৩ জন কর্মকর্তা (সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, সহকারী পরিচালক) সংযুক্ত আরব আমিরাতে “DVR Recovery & Examiner” বিষয়ক ৭ দিন ব্যাপী প্রশিক্ষন গত ফেব্রুয়ারি তে এবং মার্চ মাসে ১৪ দিন ব্যাপী “Training on mobile forensic Tools” বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র হতে “Computer Forensic Tools” বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন করেছেন কমিশনের ৩ জন কর্মকর্তা। বর্তমানে কমিশনের সে একই টিম ভারতের নয়াদিল্লির Foundation Futuristic Technologies(P) ltd এ ১২ দিন ব্যাপী “Computer Forensic Tools” বিষয়ক প্রশিক্ষনে আছেন। এছাড়া আগামী জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে “Audio & Video Forensic” বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।

এছাড়া সম্প্রতি প্রথমবারের মত ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট বাংলাদেশ (ICMAB)-তে গত এপ্রিল মাসে “ফিনান্সিয়াল একাউন্টিং” প্রশিক্ষণে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করে। এ বছরের জুলাই ও আগষ্ট মাসে পর্যায়ক্রমে ২টি ব্যাচে আরো ৬০ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।

প্রথমবারের মত গত ৯-১১মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত “ক্যাপিটাল মার্কেট ব্যবস্থাপনা “শীর্ষক প্রশিক্ষণ এর প্রথম ব্যাচ সম্পন্ন হয়েছে। কমিশনের ৩০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় মে ও জুন মাসে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের আরো ২ টি ব্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ১৯-২১ মে ঢাকার হোটেল রেডিসন ব্লু তে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস আয়োজিত Protecting Public Integrity: Prosecuting and Investigating Complex Corruption Cases শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় কমিশনের বিভিন্ন পর্যায়ের ২০জন কর্মকর্তা ও প্যানেলভুক্ত ১০জন আইনজীবী অংশগ্রহণ করবে। আগামী জুন মাসে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মামলা ব্যবস্থাপনা, জব্দ তালিকা প্রস্তুতকরন, ক্রোক, চার্জশীট দাখিল, আদালতে সাক্ষ্য প্রমানাদি উপস্থাপনসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় সংক্রান্ত সপ্তাহব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।

কমিশনের ২৫ জন কর্মকর্তা আগামী ২৬-৩০ জুন পর্যন্ত ৫ দিন ব্যাপী সোনালী ব্যাংক স্টাফ কলেজ এ “ব্যাংকিং কার্যক্রম ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষনে অংশগ্রহন করবে।

বর্তমানে কমিশনের একজন কর্মকর্তা মোঃ ফয়সাল, উপ-পরিচালক অস্ট্রেলিয়ার University Of Queensland এ “এ-গভেরনাঞ্চে (ICT tools and Anticorruption)” বিষয়ক পি এইচ ডি কোর্সে অধ্যয়নরত আছেন। এছাড়াও সুশাসন, অফিস ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন সহ বিভিন্ন নিয়মিত প্রশিক্ষণ চলমান রয়েছে।

ভবিষ্যতে ভারতের সিবিআই একাডেমি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুর, মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন একাডেমি সহ দেশে ও বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।


বিজ্ঞাপন