বান্দারবানে র‍্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ জন ব্যবসায়ীকে সর্বমোট ১৭,৫০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন প্রসাধনী দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী এবং বিভিন্ন হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর খাবার, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এসমস্ত সামগ্রী ব্যবহার ও গ্রহণের ফলে মানুষজন ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল গত বৃহস্পতিবার ১২ মে, আনুমানিক সাড়ে ১২ থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত এ এস এম শাহনেওয়াজ মেহেদী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা এর সহযোগীতায় বান্দরবান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মোজাহের আহম্মেদকে ৪,০০০ টাকা জরিমানা, ইমতিয়াজ রহমান জুয়েলকে ৪,০০০ টাকা জরিমানা, মোঃ আব্বাস উদ্দিনকে ১,০০০ টাকা জরিমানা, মোঃ নুরুল আনোয়ারকে ৬,০০০ টাকা জরিমানা, মোঃ নুরুল আমিনকে ২,৫০০ টাকা জরিমানা করে।