নড়াইলে পুর্বশত্রুতার জের ধরে,৩ কলেজ শিক্ষার্থীকে বেধড়ক মারপিট,আহত ৩

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পুর্বশত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ৩ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের কালিয়া থানাধীন চাচুড়ি ইউনিয়নের ৩ শিক্ষার্থী কে পুরুলিয়া মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের সামনে বহিরাগত সন্ত্রাসী’রা সন্ত্রাসী হামলা চালায়,খালিদ সর্দারের ছেলে সাকিব সর্দার (১৯),ফারুক শিকদারের ছেলে মিশান সিকদার (১৮),সাকিল শিকদার পিতা,অজ্ঞাতসহ বহিরাগত আরো ১০-১২ জন সংঘবদ্ধ্য হয়ে পুরুলিয়া মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ গেটের সামনে পুর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে আগে থেকে ওৎপেতে আজ (১৮মে ) বুধবার দুপুর বেলা হাতুড়ী,লোহার রড ও বাশের লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে,মন্টু মোল্যার ছেলে জব্বার মোল্য (১৮),সহিদুল্লাহ্ এর ছেলে,ইমন (১৬) ও দাউদ শেখ এর ছেলে সাকিব শেখ (১৭) কে। এসময় এদের আন্তচিৎকারে একই সাথে কলেজে পড়ুয়া বন্ধু’রা আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সন্ত্রাসী হামলার শিকার মন্টু মোল্যার ছেলা জব্বার মোল্য (১৮),সহিদুল্লাহ্ এর ছেলে,ইমন (১৬) নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,অপর জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন। আহত জব্বার মোল্যার মামা,মো:আক্কুবার খান,সাংবাদিক মো:রফিকুল ইসলামকে অভিযোগ করে জানান,পুর্বশত্রুতার জের ধরে আমার ভাগনেসহ ৩জন কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে,আমি খবর পেয়ে দ্রুত নড়াইল সদর হাসপাতালে এসে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। মো:আক্কুবার খান,আরো জানান,২নং পুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:নয়ন সর্দার তার সন্ত্রাসী বাহীনি দিয়ে আমার ভাগনের উপরে আধীপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পত ভাবে হামলা চালায় এবং নয়ন সর্দার একজন সন্ত্রাসী প্রকৃতির লোক,তার ইন্দনে তার বহিরাগত সন্ত্রাসী’রা ইউনিয়নের শান্তি নষ্ট করার লক্ষে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালায়। ইউনিয়নে প্রতিনিয়তই সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায় বুক ফুলিয়ে,তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না এবং কেউ কিছু বল্লে তার উপরেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলেও জানান। ২নং পুরুলিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মো:নয়ন সর্দার ঘটনার সত্যতা শিকার করে সাংবাদিক মো:রফিকুল ইসলামকে জানান,বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থীত হয়ে সাথে সাথেই মারামারি থামিয়ে দি এবং পুরুলিয়া ইউনিয়নের দায়ীত্বে থাকা বিট পুলিশ কর্মকর্তাকে সাথে নিয়ে আজ সন্ধার সময় বসে মিমাংশা করবো বলেও জানান। পুরুলিয়া ইউনিয়নের দায়ীত্বে থাকা বিট পুলিশের এস আই হারুন শেখ সত্যতা শিকার করে জানান,বন্ধুদের মধ্যে ম্যাসেন্জারে কথা বার্তা বলাকে কেন্দ্র করে এ মারামারীর ঘটনা ঘটেছে,লিখিত,অভিযোগ পেলে ব্যবস্থা নিব বলেও জানান।

মো:রফিকুল ইসলাম,নড়াইল সদর নড়াইল।
মোবাইল-01730895069


বিজ্ঞাপন