সন্ধান চাই অজ্ঞাতনামা এক জন রোগী ভূঞাপুর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ২০ মে, বিকেল আনুমানিক ৫ টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা এক জন রোগী ভূঞাপুর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সাথে এলাকার ২ জন ছেলে যারা পথচারী ছিল, তারা নিয়ে আসেন। তাদের ভাষ্য মতে, রোগীটি ভূঞাপুর ট্রেন স্টেশন এ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ট্রেন যাবার পরে তখন তারা দেখে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসেন। রোগীটির মাথায় গুরুতর ইনজুরী, কয়েটি জায়গাতে কাটা যখম ছিল, প্রচুর রক্তপাত হয়েছে, অজ্ঞান ছিল। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার, ডা.বায়েজিদ আহমেদ প্রথমিক ভাবে চিকিৎসা করার পর তার মাথায় ব্যান্ডেজ করা হয়, একটি স্যালাইন এবং আরও কিছু আনুসংঙ্গিক চিকিৎসা দেয়া হয়।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার সর্বোচ্চ সেবাটি নিশ্চিত করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরবর্তীতে তাকে হাসপাতাল এর সমাজ সেবা বিভাগের সহায়তায় সরকারী এমবুলেন্স যোগে এবং ভূঞাপুর থানার অফিসার ইন চার্জ এর সহায়তায় এক জন এসআই এবং কনস্টেবল যোগে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।পুরো ব্যাপাটি তদারকি করেন মেডিকেল অফিসার ডা.আল মামুন।

ঘটনাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আব্দুস সোবহান এবং উপজেলা নির্বাহী অফিসার অবগত আছেন।


বিজ্ঞাপন