বন্যা কবলিত এলাকায় গত ৭ দিনে ডায়রিয়া রোগীর প্রতিবেদন আক্রান্ত, ৩৬৯ , সুস্থ ৩৭৫ এবং মৃত্যু শুন্যের কোটায়

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গত ৭ দিনে সিলেটে বন্যাকবলিত এলাকার পরিস্থিতি এবং সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনেসিভিল সার্জন কার্যালয়ের গৃহিত পদক্ষেপের কারনে গত ৭ দিনে সেখানে ডায়রিয়া রোগীর প্রতিবেদন অনযায়ী আক্রান্তঃ ৩৬৯ , সুস্থ ৩৭৫ এবং মৃত্যু শুন্যের কোটায়। দূর্গত উপজেলা -১৩ টি,
আক্রান্ত ইউনিয়নের সংখ্যা-৬৩ টি (মোট-১০৩), আক্রান্ত জনসংখ্যা প্রায় ১২ লক্ষ, সরকারী আশ্রয় কেন্দ্র-৮৮টি, ২৩ মে, তারিখে (৭০) জন,
মেডিকেল টিম-১৪০টি,
বন্যাজনিত কারণে মৃত্যু- ৬ জন (নৌকা ডুবি -৫জন, টিলা ধসে- ১ জন),জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নের মধ্যে ৬৩ টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।

এর হিসেবে উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ১০টি, দক্ষিণ সুরমায় ৮টি, বিশ্বনাথে ১১টি, ওসমানীনগরে ৯টি, বালাগঞ্জে ৭টি, ফেঞ্চুগঞ্জে ১০টি, গোলাপগঞ্জে ১৬টি, বিয়ানীবাজারে ১৬টি, জকিগঞ্জে ১০টি, কানাইঘাটে ১২টি, গোয়াইনঘাটে ১০টি, জৈন্তাপুরে ১১টি এবং কোম্পানীগঞ্জে ৭টি মেডিকেল টিম গঠিত হয়েছে।

এর বাইরে জেলা সদরে ৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব মেডিকেল টিম উপদ্রুত এলাকার মানুষজনকে বিভিন্ন বিষয়ে সচেতন করছে। তারা আক্রান্তদের খাবার স্যালাইন ও ঔষধপত্র সরবারহ করছে।


বিজ্ঞাপন