দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” শীর্ষক দুর্নীতি বিরোধী আন্ত:কলেজ মডেল বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ “দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো কলেজ মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ নিয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলার পাঁচখোলায় ড. মোঃ মোজাম্মেল হক খান কলেজে দুর্নীতিবিরোধী আন্ত:কলেজ মডেল বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করেছে।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশ সহযোগিতায়
২ দিন ব্যাপী আয়োজিত এই কর্মশালা এবং বিতর্ক
প্রতিযোগিতায় মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা হতে কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (৪৮ টি) ৩০০ জন বিতার্কিক ও ৪৮ জন মেন্টর অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানের ১ম দিন শুক্রবার ২৭ মে দুর্নীতি বিরোধী মডেল বিতর্কের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ২৮ মে, দুর্নীতি বিরোধী মডেল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোঃ মোজাম্মেল হক খান, (কমিশনার, দুদক) বলেন, সততা মেধা যুক্তির চর্চার মাধ্যমে আগামী প্রজন্ম দুর্রীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মননশীলতার উন্মেষ ঘটাবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এ কে এম সোহেল (মহাপরিচালক দুদক) বলেন, তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা প্রথিতকরার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এই মডেল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে।

পর্যায়ক্রমে দুর্নীতি বিরোধী এই মডেল বিতর্ক প্রতিযোগিতা সারাদেশব্যাপী অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে চৌকস বিতার্কিক প্রস্তুত করা হবে। যারা ২০৪১ সালে দুর্নীতি বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

দুর্নীতি বিরোধী এই মডেল বিতর্ক প্রতিযোগিতায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ড. মোঃ মোজাম্মেল হক খান, কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন, বিশেষ অতিথি এ কে এম সোহেল, মহাপরিচালক (প্রতিরোধ), দুদক, মোঃ আখতার হোসেন, পরিচালক, দুদক, ঢাকা বিভাগ, এ কে এম শোয়েব, চেয়ারম্যান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক, মাদারীপুর।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশ এর ৩০ জন প্রশিক্ষক কর্মশালায় সনাতনী, সংসদীয়, বারোয়ারী ও অন্যান্য বিতর্ক সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষন প্রদান করেন।


বিজ্ঞাপন