নড়াইলে নিউটন নামের এক কিশোরকে গাছে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন,ইউনিয়নে নিন্দার ঝড়

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের বসবাসকারী চুনখোলা বাজারের নাইটগার্ড (নৈশপহরী) পিযুষ বিশ্বাসের কিশোর ছেলে নিউটন বিশ্বাস (১৬) কে স্থানীয় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতিক নিয়ে পরাজিত প্রার্থী নির্মল বিশ্বাস গত (২৫ মে) বুধবার সকাল ১২ ঘটিকার সময় মৃত,রবিন মন্ডলের ছেলে দিপক মন্ডলের সাথে পিযুষ বিশ্বাসের জমিজমাকে কেন্দ্র করে ও নির্বাচনে ভোট না দেয়ায় এবং নির্বাচনকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে পিযুষ বিশ্বাসের কিশোর ছেলে নিউটন বিশ্বাস নদিতে বর্শি দিয়ে মাছ ধরার সময় নির্মল বিশ্বাসের নেত্রীত্বে ওরুন শাখারুর ছেলে দিভাষ শাখারু (৪০), মৃত,হারান বিশ্বাসের ছেলে সুশিল বিশ্বাস (৫৫),সুশিল বিশ্বাসের ছেলে শুখ বিশ্বাস (২৮) ও ছোট ভাই জয় বিশ্বাস (২৫),সুনিল বিশ্বাসের ছেলে শজিব বিশ্বাস (২২),অনিল বিশ্বাসের ছেলে বিনয় বিশ্বাস (২৭) সহ আরো ৮ থেকে ১০ জন ঐক্যবদ্ধ হয়ে যোঁর পূর্বক নিউটনকে ধরে নিয়ে গবিন্দ বিশ্বাসের বাড়ির গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে পিটিয়ে আহত করে।
এসময় নিউটন বিশ্বাস অচেতন হয়ে পড়লে এ অনৈতিক ঘটনা সামাল দিতে পুলিশের সহযোগিতায় অচেতন কিশোর নিউটন বিশ্বাসকে ছেড়ে দেয়ার জন্য নিউটন কে শিখিয়ে দেয় যে তুই বল গাজাঁ সেবন করিস,একথা তুই শিকার করলে তোকে আমরা ছেড়ে দিব আর না বল্লে পুলিশ তোকে থানায় নিয়ে যাবে।
এসময় গ্রুতর আহত কিশোর নিউটন বাচাঁর জন্য পুলিশের কাছে মিথ্যা শিকারক্তী দিলে,নড়াগাতি থানা পুলিশের এ এস আই আমিনুর রহমান গ্রুরুতর আহত নিউটন বিশ্বাসকে নড়াগাতি থানায় নিয়ে যাওয়ার কথা বলে নিউটনকে থানায় না নিয় পরিকল্পিত ভাবে কালিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার আদালতে হাজির করে গাজাঁ সেবনের দায়ে কিশোর নিউটন বিশ্বাসকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন,ভ্রাম্যমাণ আদালত।
এদিকে সরজমিনে গিয়ে যানা য়ায়,জমিজমাকে কেন্দ্র করে নিউটন বিশ্বাসকে মধ্যযুগীয় কায়দায় নির্মল বিশ্বাসের নেত্রীত্বে এ ঘটনা ঘটে বলে স্থানীয়’রা জানান।
নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের অসহায় ভুক্তোভোগী পিতা পিযুষ বিশ্বাস সাংবাদকদের অভিযোগ করে জানান,আমি সকালে নাইট ডিউটি করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি হঠাৎ বেলা ১২ টার দিকে উৎপল বাকচির স্ত্রী অমলা বাকচি দৌড়ে এসে আমাকে ডেকে বলে দাদা তোমার ছেলেকে গাছে বেধে মারতে মারতে মেরে ফেলতেছে,তাড়াতাড়ি আপনি যেয়ে আপনার ছেলেকে বাচাঁন। এমন খবর পেয়ে তাড়াতাড়ি গিয়ে দেখি,আমার ছেলেকে গাছে বেধে অমানুষীক ভাবে মারপিট করছে। এসময় আমি চিৎকার করে ছেলেকে ছাড়াতে গেলে,ছেলেকে রেখে আমাকে মারধোর করতে থাকে এবং ভীশ্বদেব মন্ডল লোহার সাবল নিয়ে আমাকে মারতে তেড়ে আসলে আমি নিজের প্রান ভয়ে দৌড়ে পালিয়ে বাচি এবং থানার উদ্দেশে যেতে যেতে আমি ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনা স্থলে আসতে গেলে পথিমদ্ধে পুলিশের সাথে দেখা হলে আমি তাদের ঘটনা স্থলে নিয়ে যায় এসময় আমার সন্তানকে গাছে বাধা অবস্থায় দেখেও পুলিশ নির্যাতনকারীদের কিছুই বলেন,নি,এবং আমার কিশোর সন্তানকে আসামিদের কথা মত অন্য বাড়িতে নিয়ে পুলিশসহ আসামি’রা অমানষীক নির্যাতন করে মিথ্যা শিকারক্তী নিয়ে আমার কিশোর ছেলেকে থানায় না নিয়ে এবং আমাদের থানায় যেতে বলে এ এস আই আমিনুর রহমান আমার নিরিহ ছেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে, ভ্রাম্যমাণ আদালত আমার ছেলে নিউটনকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। আমি আমার ছেলের নির্যাতনকারীদের বিচার চাই,কেন আমার নির্দোষ ছেলেকে সড়যন্ত্র করে গাছে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে এবং পুলিশ আমার ছেলেকে গাছে বাধাঁ অবস্থায় দেখেও নির্যাতনকারীদের কিছুই বলে নাই,আমি মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় সংসদ সদস্য ও মাননীয় পুলিশ সুপার নড়াইল স্যারের দৃষ্টি কামনা করছি। দ্রুত নির্যাতনকারীদের বিচার করার যোঁর দাবি করছি বলেও জানান। পরে কিশোর নিউটন এর বাবা অসুস্থ্য অবস্থায় নড়াগাতি একটি ক্লিনিকে চিকিৎসা নেন। নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের উৎপল বাকচি জানান,কিশোর নিউটন ছেলেটাকে জমিজমাকে কেন্দ্র করে গাছে বেধে নির্যাতন করা উচিৎ হয়নি এবং বাচ্চাদের সাথে কিষের শত্রুতা,ওরা ছোট,ওর উপরে এমন নির্যাতন করা উচিত হয়নি বলেও জানান। গ্রামের শুব্রত বিশ্বাস জানান,পূর্বশত্রুতার জের ধরে নিরীহ নিরঅপরাধী কিশোর নিউটন বিশ্বাসকে গাছে বেধে বেধড়ক মারপিট করে ভ্রাম্যমাণ আদালের মাধ্যমে মিথ্যা অপরাধের জন্য ১০ দিনের সাজা দেয়া চরম অপরাধ হয়েছে। ছেলেটি কিছুই করেনি কিন্তু ছেলেটি নদিতে মাছ ধরার সময় যোঁর করে নিউটনকে ধরে এনে মারপিট করে মিথ্যা অভিযোগ দিয়ে জেল হাজতে পাঠিয়েছে বলেও জানান। কিরন মন্ডল,সমির ভক্তসহ স্থানীয় একাধীক ব্যক্তী এ প্রতিবেদককে অভিযোগ করেন ও ক্ষোবের সাথে জানান,ঝামেলা থাকলে নিউটনের বাবার সাথে থাকতে পারে কিন্তু তার ছেলেকে ধরে এনে নির্মম ভাবে নির্যাতন করা কোন আইনে আছে,কেন এমন কর্মকান্ড করেছে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ তার দোশর’রা। পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল বিশ্বাস জানান,নিউটন ও নিউটনের বাবা পিযুষ বিশ্বাসের সাথে আমার কোন শত্রুতা নেই,আমি কেন ছেলেটিকে নির্যাতন করবো,আমি রাজনৈতিক প্রতিহিংসার সিকার। আমি শুনেছি নিউটনকে পুলিশ ধরে নিয়ে গেছে আমি অসুস্থতার কারনে এর চেয়ে বেসি কিছু জানতে পারিনি,যে পুলিশ অফিসার নিউটনকে ধরেছিলো আপনি তার সাথে কথা বলেন বলেও জানান। এ বিষয়ে নড়াগাতি থানার এ এস আই আমিনুর রহমান,কেমন যেন জানেন না,জানেন না,বলে আমতা আমতা করে বলেন,একটি মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে ড্রেসচেন্স করছিলো এসময় নিউটন ছেলেটি,মেয়ে টির ঘরে ঢুকলে মেয়েটি চেচামেচি করলে স্থানীয়’রা এসে ছেলেটিকে আটক করে আমাদের হাতে তুলে দিলে আমরা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয় বলেও জানান।ইউনিয়ন বাসি এমন নেক্কার জনক ঘটানার নিন্দা জানিয়ে দোশীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার যোঁর দাবি জানান। এ কিশোর নির্যতনের ঘটনায় কিশোর নিইটনের পিতা বাদি হয়ে নড়াইল কোর্টে একটি মামলা দায়ের এর পস্তুতি চলমান রয়েছে।


বিজ্ঞাপন