খুলনায় আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস- ২০২২ উদযাপন

Uncategorized জাতীয়

মামুন মোল্লা (খুলনা) ঃ গতকাল রবিবার ২৯ মে, সকাল ৭ টা ২০ মিনিটের সময় INTERNATIONAL DAY OF UN PEACE KEEPERS-2022 (আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২) উদযাপন উপলক্ষে নগরীর শিববাড়ি মোড় হতে এক বর্ণাঢ্য র্যা লী অনুষ্ঠিত হয়। র্যা লীটি শিববাড়ি মোড় হতে ডাকবাংলা ও পিকচার প্যালেস হয়ে সার্কিট হাউজ ময়দানে এসে শেষ হয়।

র‍্যালী শেষে সার্কিট হাউজ ময়দানে বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে INTERNATIONAL DAY OF UN PEACE KEEPERS-2022 (আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২) উদযাপন অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আত্মদানকারী শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকান্ডের কথা তুলে ধরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানের প্রশংসা করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“PEOPLE. PEACE. PROGRESS, THE POWER OF PARTNERSHIPS” শ্লোগান ছিলো এবারের INTERNATIONAL DAY OF UN PEACE KEEPERS-2022 এর মূল প্রতিপাদ্য বিষয়।

উক্ত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানের র্যা লী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম. আনোয়ার হোসেন, এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং UN PEACE KEEPERS কোয়ার্ডিনেশন কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্ সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম।


বিজ্ঞাপন