বিশ্বের ৪০টি দেশে শান্তিরক্ষা মিশন সফলভাবে শেষ করেছে বাংলাদেশ

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক প্রতিবেদক ঃ দীর্ঘ ৩৪ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত সফলতা ও পেশাদারিত্বের সাথে শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করে আসছেন।

এ পর্যন্ত বাংলাদেশের গর্বিত শান্তিরক্ষীরা বিশ্বের ৪০ টি দেশে ৫৫ টি মিশন সম্পন্ন করেছেন। বর্তমানে মোট ০৯টি দেশে সর্বমোট ১০টি মিশনে ৫৪৪৩ জন সেনাসদস্য নিয়োজিত আছেন (অন্যান্য বাহিনীসহ ৬৮২৫ জন)। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট ১২৬ জন নিহত এবং ২২৮ জন সদস্য পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ও বীরত্বের কথা বিশ্ব শান্তিরক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত জেসিও/ওআরগণের জন্য ঢাকা সেনানিবাসের মোস্তফা কামাল লাইন এলাকায় বহুতল ভবন ‘শান্তিরক্ষী নিবাস’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেনন। এ ভবন নির্মিত হলে জাতিসংঘে মোতায়েন শান্তিরক্ষীদের পরিবারের আবাসন পরিস্থিতির উন্নতি ঘটবে। প্রধানমন্ত্রীর পক্ষে শান্তিরক্ষা মিশনে দুই শহিদের পরিবারকে এবং সাহসিকতার জন্য একজন সহ ১৪ জন পঙ্গুত্ব বরণ করা শান্তিরক্ষীকে পদক প্রদান।


বিজ্ঞাপন