বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবেনা —- মার্কিন রাষ্ট্রদূত

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক প্রতিবেদক ঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কার পরিস্থিতির উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু মহলের জল্পনা খণ্ডন করে বলেছেন, সামষ্টিক আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে বাংলাদেশ ‘অত্যন্ত ভালো’ করেছে, তাই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না। বাংলাদেশ মূলত শ্রীলঙ্কা নয়, কখনো হবেনা।
বাংলাদেশ কার কাছ থেকে এবং কোন শর্তে অর্থ ধার করবে সে বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে। রাষ্ট্রদূত বলেন, চীনের কাছ থেকে বাংলাদেশের ঋণ নেয়ার পরিমাণ তুলনামূলকভাবে কম, যা চীনা ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা সৃষ্টি করেনা।

বাংলাদেশ বৈদেশিক অর্থায়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক গ্রুপ এবং জাপানকে বেশি অগ্রাধিকার দেয়।


বিজ্ঞাপন