শরীয়তপুর জাজিরা উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১ জুন শরীয়তপুর জাজিরা পৌরসভা অডিটরিয়ামে উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাজিরা উপজেলা ৫ম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার, এস.এম. আশরাফুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ, নির্বাচনী এলাকায় কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে আইনের আওতায় আনা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক শরীয়তপুর,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ, নড়িয়া সার্কেল, শরীয়তপুর, মিন্টু মন্ডল, অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, জেলা পুলিশ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ, সভাপতিত্ব করেন মোঃ কামরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার, জাজিরা, শরীয়তপুর।


বিজ্ঞাপন