নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৩ জুন বিকাল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসন শ্রীনগর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শ্রীনগর উপজেলায় পাটাভোগ ও স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
আব্দুল্লাহ ব্যাটারি হাউজে মনিটরিং কালে দেখা যায় যে, এসিড সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছে কোন লাইসেন্স গ্রহণ ছাড়াই। প্রতিষ্ঠান টিকে ইউএনও জনাব প্রণব কুমার ঘোষ ১০,০০০ টাকা জরিমানা করেন।
আর এস ব্যাটারি ইন্ডাস্ট্রি তে মনিটরিং কালে দেখা যায় যে, এসিড সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছে কোন লাইসেন্স গ্রহণ ছাড়াই। প্রতিষ্ঠান টিকে এসিল্যান্ড ব্যারিস্টার সজীব আহমেদ ৩০,০০০ টাকা জরিমানা করেন। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ভাই ভাই স্টোর কে সহকারী পরিচালক আসিফ আল আজাদ ১০০০ টাকা জরিমানা করেন।
শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা অভিযানে সহযোগিতা করেন।
