নড়াইলের কিশোরদের সফলতায় মোবাইল অ্যাপস থেকে পাওয়া যাবে সব ধরনের জরুরি সেবা

Uncategorized সারাদেশ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে কিশোরদের প্রচেষ্টায় তৈরী হয়েছে মোবাইল অ্যাপস,যার ব্যবহারে মূহুর্তের মধ্যে পাওয়া যাবে সব ধরনের জরুরি সেবা। এমন অ্যাপস তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে কিশোর’রা। জানা যায়,একটি মোবাইল অ্যাপস থেকে পাওয়া যাবে সব ধরনের সকল জরুরি সেবা। “HELPS FOR EVERYONE ” নামে এমনই একটি মোবাইল অ্যাপস তৈরী করেছে নড়াইলের একদল কিশোর। জেলা প্রশাসন,জেলা পুলিশ,হাসপাতাল,অ‍্যাম্বুলেন্স,রক্ত, বিদ‍্যুৎ,ফায়ার স্টেশন,সাইবার সিকিউরিটি সহ সকল জরুরি সেবা পাওয়া যাবে এক মোবাইল অ্যাপস থেকেই। মোবাইল অ্যাপসটি পরিচালনায় কাজ করেছে একাদশ শ্রেণির শিক্ষার্থী মো:আশিকুর রহমান সৌরভ,ইফাজ আমান,দশম শ্রেণির শিক্ষার্থী,নবম শ্রেণির শিক্ষার্থী উসল আহমেদ জিসান ও শাহ্ মোহাম্মদ মাহী। Cyber Safety Organisation Bangladesh সংগঠন থেকে সংগঠনের সদস্য’রা মিলে নড়াইল বাসির জন‍্য সেবার মান উন্নয়ন করার লক্ষ‍্যে গত বছর ২৬ জুলাই এই সেবামূলক মোবাইল অ্যাপসটির যাত্রা শুরু হয়,এ কিশোরদের হাত ধরে। এই মোবাইল অ্যাপসটি তৈরী করতে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন,নড়াইল-২ আসনের সাংসদ সদস্য এমপি মাশরাফি বিন মূর্তজা,জেলা প্রশাসক মো:হাবীবুর রহমা ও পুলিশ সুপার ও পদোন্তি প্রাপ্ত (অতিরিক্ত ডিআইজি) প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এই মোবাইল অ্যাপস এর উদ্ভাবক কিশোর’রা জানায়,এই মোবাইল অ্যাপসটির মাধ্যমে সকল সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে কাজ করছি। এই মোবাইল অ্যাপসটি নড়াইল জেলার পাশাপাশি পরবর্তীতে বাংলাদেশের ৬৪ জেলায় কাজ করবেন বলেও জানায়। এই কিশোরদের আশা এই মোবাইল অ্যাপস এর মাধ্যমে সকল ধরনের সেবা অনেক সহজে সকলেই সুভিধা উপভোগ করতে পারবেন বলে আশাবাদি এ কিশোর’রা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *