নিজস্ব প্রতিনিধি ঃ র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জনৈক ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট মোড়স্থ পুলিশ বক্সের পিছনে হক ম্যানসন এর নিচতলায় “মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার” নামধারী একটি প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ১৬ জুন, আনুমানিক ৮ টা ৪০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী সঞ্জয় কুমার নাথ (৪৮), পিতা- জহরলাল নাথ, সাং- চিকনদন্ডি, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম এ/পি- বাসা নং-৪০৩, হামজু মিয়া ম্যানসন, বহদ্দারহাট, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর’কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর জিজ্ঞাসাবাদে নিজেকে ভ‚য়া ডাক্তার বলে নিজ মূখে অকপটে স্বীকার করলে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত ভ‚য়া এমবিবিএস/সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে।
উল্লেখ্য যে, স্থানীয়ভাবে জানা যায়, পূর্বেও তাকে এরুপ কর্মকান্ড হতে বিরত থাকার জন্য রাঙ্গুনিয়া উপজেলার র্নিবাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক সর্তক করা হলেও সে বারং বার স্থান পরির্বতন করে ১৬ বছর ধরে এহেন ঘৃন্য ব্যবসা পরিচালনা করে রোগীদের সাথে প্রতারনা করছে এবং সমাজে পেশাদার ডাক্তার মর্যাদা ক্ষুন্ন করছে।
ভুয়া নামধারী এমবিবিএস ডাক্তারের পরিচয়ে সাধারন নাগরিকদের ভুল চিকিৎসার কারণে পেশাদার ডাক্তারগণের সুনাম ক্ষুন্ন হওয়ায় জনমনে পেশাদার ডাক্তারদের প্রতি অবিশ্বাস সৃষ্ট হয় যা সামগ্রিকভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য হুমকি স্বরুপ। গ্রেফতার কৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।