নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে বেকারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে বেকারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ’রা। বুধবার দিনে দুপুরে বেকারী ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে,প্রতিপক্ষ আজিজুর বিশ্বাস ওরফে আইজে (৪২)। আজ বুধবার (২২ জুন) দুপুর ২টার সময় উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সবুর সরদারের বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত আজিজুর বিশ্বাস রামকান্তপুর গ্রামের মৃত গহর বিশ্বাসের ছেলে এবং লোহাগড়া বাজারে তার একটি বেকারীর দোকান রয়েছে বলে জানা যায়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,গ্রাম্য কোন্দল ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত,আমানত সরদারের ছেলে মিঠু সরদারের সাথে একই গ্রামের আজিজুর বিশ্বাসের দ্বন্ধ-সংঘাত চলে আসছিল,তারই ধারাবাহীক বিরোধের জের ধরে গত দু’মাস আগে নিহতের সাথে মিঠুর মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে মিঠু বাদী হয়ে আজিজুর ও তার সহযোগীদের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন বলে জানান স্বজন,রা। এ মামলায় নিহত আজিজুর এক সপ্তাহ হাজতবাস শেষে আদালত থেকে জামিন নিয়ে গ্রামে ফিরে আসে এবং বুধবার দুপুর ২টার দিকে আজিজুর পার্শ্ববর্তী শিয়রবর হাট থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে রামকান্তপুর গ্রামের কাঁঠালতলায় পৌঁছালে প্রতিপক্ষ মিঠু সরদারের নেতৃত্বে সিজান,রুবাইত,ইব্রাহিম,বক্কার,ইমনসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তার ভ্যানের গতিরোধ করে এবং অবস্থা বুঝে আজিজুর প্রাণ বাঁচাতে পাশের সবুর শিকদারের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি এবং ওই দৃর্বৃত্ত’রা সবুরের ঘরে প্রবেশ করে আজিজুরের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি-লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাম হাত ও দুই পা ভেঙ্গে গুরুতর আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য’কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন,হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে,ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে বলেও জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *