নিজস্ব প্রতিনিধি ঃ “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চট্টগ্রাম মহানগরীর কোতায়ালী থানাধীন চট্টগ্রাম ষ্টেশনস্থ জিআরপি থানার পাশে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ অফিসের সামনে পাকা রাস্তার উপর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোষাক পরিহিত অবস্থায় রেলের টিকেট উচ্চমূল্যে বিক্রি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল ৩ জুলাই,সাড়ে ১০ টায় ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা কালে ১জন যাত্রীর নিকট উচ্চমূল্যে টিকেট বিক্রয়কালীন সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য মোঃ রবিউল হোসেন (৩৯) (হাবিলদার/৬০২), জেনারেল শাখা, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পূর্বাঞ্চল, সিআরবি, চট্টগ্রাম এবং মোঃ ইমরান হোসেন (২৭) (সিপাহী/১৪৩৩) জেনারেল শাখা, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পূর্বাঞ্চল, সিআরবি, চট্টগ্রামকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীদের তল্লাশী করে তাদের নিকট হতে চট্টগ্রাম হতে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ৯টি টিকেট এবং টিকেট বিক্রয়ের মোট ১০,৩২০ টাকা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ উল্লেখিত স্থানে রেলওয়ে টিকেট উচ্চমূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।