বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে শিনজো আবের কৃতিত্ব অপরিসীম—-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণ, সরকার ও তার নিজের পক্ষ থেকে এই সমবেদনা জানান।

ওই চিঠিতে শেখ হাসিনা উল্লেখ করেন, ‘এই দুর্দশার সময়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে শিনজো আবের অপরিসীম অবদানের কথা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আবের মতো দূরদর্শী ও প্রজ্ঞাবান একজন রাষ্ট্রনায়কের মৃত্যু কেবল জাপানের জন্যই নয়, সারা বিশ্বের জন্য ক্ষতি।

বাংলাদেশের জনগণ এই অপ্রত্যাশিত দুঃসময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার সঙ্গে যোগ দিয়েছে। আমরা জাপানের শোকাহত বন্ধুত্বপূর্ণ জনগণ এবং প্রয়াত আবের পরিবারের সদস্যদের সাহস ও দৃঢ়তার জন্য প্রার্থনা করি।’


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *