দক্ষিন কোরিয়ার তৈরি KAI KF-21 Boramae যুদ্ধবিমানের প্রোটোটাইপের ফার্স্ট ফ্লাইট সফলভাবে সম্পন্ন

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ দক্ষিন কোরিয়ার তৈরি KAI KF-21 Boramae যুদ্ধবিমানের প্রোটোটাইপের ফার্স্ট ফ্লাইট সফলভাবে সম্পন্ন করা হয়েছে ।
এ সময় যুদ্ধবিমানটি MBDA Meteor AAM এর ৪টি ফুলস্কেল মকআপ ভার্সন নিয়ে উড্ডয়ন করে ।

ইন্দোনেশিয়ার যৎসামান্য শেয়ার সহ দক্ষিন কোরিয়ার উদ্যোগে তৈরি এই যুদ্ধবিমানটি এখন পর্যন্ত একটি এডভান্সড ৪.৫+ জেনারেশনের বিমান তবে একে ৫ম প্রজন্মের প্রযুক্তি সংযোজনের উপযোগী করে তৈরি করা হয়েছে ।
সিংগেল সিট-ডাবল সিট ভার্সন এবং এয়ার সুপিওরিটি ভার্সন সহ মোট ৬টি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে যুদ্ধবিমানটির । প্রায় ২২০০+ টেস্টের পর ২০২৬ সালে সার্ভিসে প্রবেশ করবে যুদ্ধবিমানটি ।
MBDA Meteor এয়ার টু এয়ার মিসাইল এবং Taurus KEPD স্ট্যান্ড অফ ক্রুজ মিসাইল সহ পশ্চিমা অরিজিনের অস্ত্রগুলা এতে ব্যবহার উপযোগী ।
এছাড়া ও এটির ককপিটে ভয়েস কম্যান্ডের সুবিধা সহ লার্জ এরিয়া ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পাইলটের সুবিধার জন্য ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *