কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশ সীমান্তবর্তী মঙডু থেকে মায়ানমার সেনাবাহিনী তাদের ৭টি সামরিক ক্যাম্প প্রত্যাহার করে নিয়েছে।
এর ফলে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির অবস্থান আরও শক্তিশালী হলো।গত দুইমাসে মঙডু তে মায়ানমারের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ ঘটে। পালেতোয়া টাউনশীপে এই দুপক্ষের লড়াই এখনো চলমান আছে।
বিদ্রোহী সংগঠন পিডিএফ তাদের কৌশল পরিবর্তন করেছে। সামরিক বাহিনীর সদস্য ছাড়াও জান্তানিযুক্ত কর্মকর্তাদের উপর চড়াও হয়েছে। আজকে বামাইক শহরের প্রশাসক সহ অন্তত দুজন জান্তানিযুক্ত কর্মকর্তা নিহত হয়েছে। গত কয়েকদিনে এই প্রবণতা আরও তীব্র রুপ নিয়েছে।
ছবিঃ- বাংলাদেশ মায়ানমার সীমান্তে টহলরত বিজিবির নতুন সংযোজিত APC এবং ATV।