কুটনৈতিক প্রতিবেদক ঃ সুঁটিয়ে লাল করে দেব স্লোগান দেয়া খ্যাত ভারতের তৃণমূল নেতা গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার।
জানা গেছে গতকাল শুক্রবার ১২ আগস্ট ভারতের সেন্ট্রাল ব্যুরো অভ ইনভেস্টিগেশন (সিবিআই) তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অনুব্রত মণ্ডলকে গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবেও আছেন অনুব্রত মণ্ডল।
সিবিআই’র তথ্য অনুযায়ী, গরু পাচারের সঙ্গে অনুব্রত সরাসরি যুক্ত ছিলেন। এ মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল বলে জানিয়েছে সিবিআই।
২০১৮ সালে প্রথমবারের মতো গরু পাচারের বিষয়টি সামনে আসে। ২০২১ সালে সিবিআই ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগের তালিকায় ছিল সতীশ কুমার নামক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) এক অধিনায়ক, পালের গোদা এনামুল হক, পাচারকারী আনারুল শেখ ও মো. গোলাম মুস্তফা।
পাচারকারীরা হাজারো গরু পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করত। জুন মাসে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে সিবিআই।