মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের জুয়েল ভূইয়া নামের এক কিশোরকে হাতুড়ী দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার জের ধরে ২০ থেকে ২৭টি বসতভাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ। (১৩ আগষ্ট) শনিবার সন্ধার পরে বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলাম,মতিয়ার,হেমায়েত,জালাল,আতিয়ার শিকদার,
সেলিম,সাগর,মুস্তাক শেখ,সুজন শেখ,জিয়ার শেখ,সোহেল শেখ,মিরাজ শেখ,মনির খান,হাবীবুর খান,শাহিনুর খান,নজরুল খান,হুমায়ন খান,আবু শিকদার,সহিদ শেখসহ আরো অনেকের বাড়ি পরিকল্পিত ভাবে অন্তত ২ থেকে ৩শত লোক হামলা
চালাই বলে অভিযোগ করেন,হামলার শিকার তরিকুল ইসলামের স্ত্রী ইয়াসমিন বেগম। এসময় হামলাকারী’রা পরিকল্পিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে ঘর বাড়ি ভাংচুর করার সময় বাড়ির মহিলাদের শিলতাহানী করে এবং কোলে থাকা বাচ্চাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। বাড়ির মহিলা’রা হামলার ভয়ে আন্তচিৎকার করলে কেউ এগিয়ে না আসেলে মহিলা’রা ভয়ে বাড়ি থেকে পালিয়ে জীবন বাচায়। এসময় হামলাকারী’রা ভাংচুর করতে করতে এসে তরিকুলের বাড়ির ২টি ক্যাবিনেট,১টি টিভি,২টা ফ্রিজ,১টি স্টিলের শোকেজ,গ্যাশের চুলা,রাইচ কুকার,পেশার কুকার,ডাইনিং টেবিল,বেসিং,চেয়ারসহ ঘরের সকল প্রকার আসবাবপত্র ভাংচুরসহ ঘরের যাবতীয় মালামাল ও ঘরে থাকা ৫টি সর্ণের চেইন,৫জোড়া কানের দুল,৩টি আংটি,২টি হাতের বালা যার ওজন আনুমানিক ৭ ভরি,সোনার গহনা এবং ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও গোয়ালে থাকা ৩টি বড় গরু,৫টি রাজহাঁস,১০টা মুরগি নিয়ে যায়। এদিকে,সরজমিনে গিয়ে জানা যায়,নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের বাড়ি ঘর ভাংচুর করে,মৃত-গফ্ফার খান এর ছেলে,আলী খান (৫০),আমির খান (৫৫),দুলাল খান (৫৮),জমির খান (৪৭),নবীর খান (৪৪),জমির খানের ছেলে ফারুক খান (২৭),নবীর খানের ছেলে রাজু খান (২০),ইলিয়াস মোল্যা (৬২) পিতা অজ্ঞাত,ইলিয়স মোল্যার ছেলে সবুর মোল্যা (৩০),মোতালেব শিকদারের ছেলে টুকু শিকদার (৩৩),শরিফুল শিকদার (২৫),আলমগীর (২৮),মৃত-কুবাদ মোল্যার ছেলে মতিয়ার মোল্যা (৫৫),রবিউল মোল্যা (৩৮),তালু শিকদারের ছেলে তাইজুল শিকদার (৩০),মশিয়ার শিকদার (২৮),খোকা কাজীর ছেলে হিরোক কাজী (৩৫),মসলেম কাজীর ছেলে লিটন কাজী (৪০),তাইজালের ছেলে আব্বাস (৪০),রফিকুলের ছেলে জাকারীয়া (২০) সহ ২ থেকে ৩শত হামলাকারী ভাংচুর ও লুটপাট চালায়। এদিকে,কর্মচন্দ্রপুর গ্রামের জুয়েল ভূইয়া নামের এক কিশোরকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গ্রুরুতর আহত করে।
জুয়েল ভূইয়া’র উপরে হামলার ঘটনায় হামলাকারীদের নামে মামলা হয় এবং শনিবার সেই হামলার শিকার কিশোর জুয়েল ভূইয়া চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে,পরে কিশোরের মৃত্যুর খবর পেয়ে কিশোরের পক্ষের লোক জন প্রতিপক্ষের লোক জনের বাড়ি ঘরে এ হামলা ও ভাংচুর করে বলে জানা যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মাহমুদুর রহমান জানান,কর্মচন্দ্রপুর গ্রামে কিছুদিন আগে একটি
ছেলেকে হাতুড়ী দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে এবং আজ সেই আহত ছেলেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে ওই নিহতের পক্ষের লোক জন প্রতিপক্ষের লোকজনের বাড়ি ঘরে হামলা চালালে পুলিশ বাঁধা দিলে ৪ পুলিশ সদস্য আহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং এসময় হামলাকারী’রা ৪ থেকে ৫টা বাড়ি ভাংচুর করে। পুলিশ এ পর্যন্ত ১০ জন হামলাকারীকে আটক করেছে বলেও জানান।