নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৬ আগস্ট বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ শরীয়তপুরের আয়োজনে উক্ত কলেজ অডিটোরিয়ামে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন শীর্ষক কলেজ কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এস.এম. আশরাফুজ্জামান, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার, শরীয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মিজানুর রহমান, উপাধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ, শরীয়তপুর সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রফেসর মোঃ হারুন অর রশীদ, অধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ, শরীয়তপুর।
