স্বাস্থ্য ভবন, চট্টগ্রাম কর্তৃক নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী পালন

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ বাঙ্গালি জাতি পরম শ্রদ্ধাভরে দিবসটিকে “জাতীয় শোক দিবস” হিসেবে পালন করছে।
চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ সাখাওয়াত উল্ল্যাহ এর নেতৃত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ।

সূর্যোদয়ের সাথে সাথে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম তথা “স্বাস্থ্য ভবন, চট্টগ্রামে” জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ১০ টায় চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ সাখাওয়াত উল্ল্যাহ মহোদয়ের নেতেৃত্বে স্বাস্থ্য ভবন, চট্টগ্রামে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ সুমন বড়ুয়া, সহকারী পরিচালক (প্রশাসন)।মোঃ ইখতিয়ার উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা। মোঃ কামাল উদ্দিন, প্রধান সহকারী। মোঃ হোসাইন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা। মুহাম্মদ শাহাদাৎ হোসেন, পি.এ টু বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)। মোঃ আলমগীর হোসেন, উচ্চমান সহকারী।মোহাম্মদ বেলাল হোসেন, হিসাব রক্ষক। জান্নাত আরা বেগম, পরিসংখ্যানবিদ। ওয়াজেদুর জামান, ড্রাফটম্যান। মাকসুদুর রহমান, এন্টোঃ টেকঃ। রিকা রানী মহাজন, অফিস সহকারী কাম ‍কম্পিউটার অপারেটর।
হোসাইন মোঃ আলমগীর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
ফাতেমা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। মুক্তা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সহ ৩য় ও ৪র্থ শ্রেনীর সকল কর্মচারীবৃন্দ।
এর পর নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ সেখ ফজলে রাব্বি।

এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আবুল হোসেন শাহীন, কনসালটেন্ট (কার্ডিওলজি)। ডাঃ রাজদ্বীপ বিশ্বাস,কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি)।ডাঃ অজয় দাশ, কনসালটেন্ট (সার্জারী)। মৌমিতা দাশ, কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি)। আজমল খান, প্রশাসনিক কর্মকর্তা।

এর পর নিজ কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ নুরুল হায়দার, এম.ও (ডিসি)। ডাঃ ওয়াজেদ চৌধুরী (অভি), এম.ও (সিভিল সার্জন) মহোদয়। মোঃ সাহিদুল ইসলাম, প্রধান সহকারী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর পর নিজ কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পণ করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, মনি কুমার শর্মা, নির্বাহী প্রকৌশলী। খালেদ মোঃ সাইফুল্লাহ, সহকারী প্রকৌশলী। ফায়েদ আল হোসাইন, সহকারী প্রকৌশলী সহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর পর নিজ কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাবেদ। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ নুরুল আফসার, সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। ডাঃ মোঃ জয়নুল আবেদীন শরীফ, সহকারী বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। মোঃ মঈনুল কাদের প্রধান সহকারী। আব্দুল মালেক, উচ্চমান সহকারী সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর পর নিজ কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন বক্ষব্যাধি হাসপাতাল, ফৌজদারহাট, চট্টগ্রামের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ এস এম নুরুল করিম।

এর পর নিজ কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন সরকারী মেডিকেল সাব-ডিপো, আগ্রাবাদ, চট্টগ্রামের সম্মানীত ম্যানেজার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন বাংলাদেশ অফিস সহকারী কল্যাণ সমিতি, আঞ্চলিক পরিষদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সরকারী গাড়িচালক সমিতি, চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ সাখাওয়াত উল্ল্যাহ এর সভাপতিত্বে এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় স্বাস্থ্য ভবন, চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “আলোচনা সভা ও দোয়া মাহফিল”।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ সুমন বড়ুয়া । এরপর একে একে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আবুল হোসেন শাহীন, কনসালটেন্ট (কার্ডিওলজি), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম। ডাঃ রাজদ্বীপ বিশ্বাস, কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম।
ডাঃ অজয় দাশ, কনসালটেন্ট (সার্জারী) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম।
বক্ষব্যাধি হাসপাতাল, ফৌজদারহাট, চট্টগ্রামের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ এস এম নুরুল করিম। বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাবেদ। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *