মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল জেলা পুলিশের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,নড়াইল পুলিশ সুপার ও সদ্য পদোন্তি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন,পুলিশের কর্মকর্তাগণ,জেলা আওয়ামী-লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস,নড়াইল জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,বীর মুক্তীযোদ্ধা এসএম গোলাম কবীর,পৌর-মেয়র আঞ্জুমান আরা,নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির সাংবাদিক আরিফিন ইসলাম রানা,সাংবাদিক মো:রফিকুল ইসলাম,সাংবাদিক কামালসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ প্রমূখ। এসময় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীর পিতা সহ তার পরিবারের সদস্যদের বিদ্রহী আত্নার শান্তি কামনা করে দোয়া মাহ্ফিলের মধ্যদিয়ে দোয়া কামনা করা হয়।
