যশোর প্রতিনিধি ঃ যশোরের ঝিকরগাছায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত হাসান আলী উপজেলার পুরন্দর পুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি একজন কাঁচামালের ব্যবসায়ী ছিলেন।
শনিবার সকাল আনুমানিক ৬ টা ৪৫ মিনিটে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনের পাঁকা রাস্তার উপর এই দুর্ঘটনাটি ঘটেছে।
সূত্র জানায়, ভ্যান যোগে হাসান আলী প্রতিদিনের ন্যায় কাঁচামাল নিয়ে বাজারে যাচ্ছিল। বাজারে যাওয়ার পথে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনে পৌঁছাতেই যশোরের দিক হতে বেনাপোল গামী ট্রাক (ঢাকা মেঃ ব- ১৬-৫৬৮৯) পিছন দিক থেকে ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যানের চালক হাসান আলী ট্রাকের চাকার নিচে পড়ে মাথা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর ওই ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও নাভারন হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখেন।
নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, তবে নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে মামলা করার জন্য। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
